রবিবার ১৬ নভেম্বর ২০২৫ - ০৯:২২
লেবাননে অস্ত্র পাচারের অভিযোগ ভিত্তিহীন: বেরি

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি দেশটিতে সমুদ্র, স্থল বা আকাশপথে অস্ত্র পাচারের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বর্তমান সঙ্কটটি লেবাননের ইতিহাসে ব্যক্তিগতভাবে আমার দেখা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সঙ্কটগুলোর একটি।”

তিনি জোর দিয়ে বলেন, “উদ্ধারের একমাত্র পথ হলো জাতীয় ঐক্য।”

বেরি জানান, গত ১১ মাসে প্রতিরোধ আন্দোলন কোনো গুলি ছোড়েনি এবং লেবানন ইসরায়েলি জায়নিস্ট শাসনব্যবস্থার সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতির প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়েছে। এরপর তিনি প্রশ্ন তোলেন, “ইসরায়েল কি এই যুদ্ধবিরতি চুক্তি মানছে?”

তিনি বলেন, জায়নিস্ট শাসনব্যবস্থা ২০২৪ সালে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং দুই মাস পর মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল ইতোমধ্যে এটিকে হাজার হাজার বার লঙ্ঘন করেছে।

বেরি আরও জানান, চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনীকে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে তারা এখনো ওই অঞ্চলের পাঁচটি কৌশলগত স্থানে সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং এলাকা ত্যাগ করেনি।

পরবর্তীতে তিনি পুনরায় জোর দিয়ে সমুদ্র, স্থল বা আকাশপথে অস্ত্র পাচারের সব অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, “এ ধরনের দাবি কেবল জনমতকে বিভ্রান্ত করা এবং অযথা উত্তেজনা সৃষ্টি করার জন্য করা হচ্ছে।”

বেরি আরও সতর্ক করে বলেন, “আজকের লেবানন একটি বিপজ্জনক ফিতনার মুখোমুখি—যা উসকে দিচ্ছে সেইসব লোক, যাদের হৃদয়ে সামান্যতম দয়া বা মানবিকতা নেই।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha